বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯



মেদিনীপুরে পঞ্চুরচকে প্রকাশিত হল "রঘুবংশ" পত্রিকার বইমেলা সংখ্যা ৷ সম্পাদক-শ্রীকান্ত ভট্টাচার্য ৷ আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিদ্যুৎ পাল ৷ কবিতায় আছেন ~ সৌমিত্র রায় সুজিত মান্না রথীন বণিক তোর্সা চক্রবর্তী অরিন্দম সাউ শ্রীকান্ত ভট্টাচার্য ৷ গদ্যে আছেন ~ বিশ্ব বন্দোপাধ্যায় গোপেশ রায় সুব্রত রায় এবং আরো অনেকে ৷














বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা । নিজস্ব সংবাদ । বাংলা । ০২-০১-২০১৯

পত্রপত্রিকার সংবাদ 
প্রকাশিত হল আবহমানের বিশেষ সংখ্যা  । নিজস্ব সংবাদ ।  বাংলা । ০২-০১-২০১৯ 

সম্প্রতি প্রকাশিত হল আবহমানের নতুন অনলাইন সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি শুধুমাত্র কবিতা সংখ্যা।
বিশেষ সংখ্যার লিংক- https://abahamanspecialissue.blogspot.com/
কবিতায় আছেন- অলোকরঞ্জন দাশগুপ্ত পার্থপ্রতিম কাঞ্জিলাল গৌতম চৌধুরী দীপক রায় একরাম আলি চৈতালী চট্টোপাধ্যায় বুবুন চট্টোপাধ্যায় চন্দন ঘোষ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিপুল চক্রবর্তী মণিশংকর বিশ্বাস অভীক ভট্টাচার্য শুভেন্দু চট্টোপাধ্যায় শুভ্র বন্দ্যোপাধ্যায় হিন্দোল ভট্টাচার্য ওবায়েদ আকাশ সমরেশ মণ্ডল প্রসূন মজুমদার পূর্বা মুখোপাধ্যায় অরিজিৎ চক্রবর্তী দীপঙ্কর মুখোপাধ্যায় মৃন্ময় চক্রবর্তী অমিত সরকার অরণ্যা সরকার সুবীর সরকার প্রদীপ কর কুন্তল মুখোপাধ্যায় পার্থজিৎ চন্দ রিমি মৎসুদ্দি দুর্জয় আশরাফুল ইসলাম রাজদীপ রায় প্রসূন প্রামাণিক অরুণাভ রাহারায় জ্যোতির্ময় মুখার্জি বেবী সাউ বৈশাখী রায় চৌধুরী গৌরব চক্রবর্তী বিধান সাহা দীপ্তিপ্রকাশ দে অভিজিৎ বেরা কস্তুরী সেন স্রোতস্বিনী চট্টোপাধ্যায় ওয়াসিম মাকীম জাভেদ সরোজ দরবার তন্ময় ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী পম্পা দেব রাজর্ষি দে ঈশানী বসাক রবীন বসু তন্ময় চট্টোপাধ্যায় রুমা তপাদার শ্রীজাতা গুপ্ত নীপবীথি ভৌমিক
সম্পূর্ণ কাব্যপুস্তিকা- গৌরাঙ্গ শ্রীবাল-এর 'বুনো কচুর ঢাউস পাতা '


  

ফিলিং পোয়েম :: হে সূর্য, জেগেছো ছবিতে ; সৌমিত্র রায়

ফিলিং পোয়েম :: হে সূর্য, জেগেছো ছবিতে
............................
সৌমিত্র রায়


ফিলিং ওয়ান্ডারফুল @ কাঁসাই
০২-০১-২০১৯ | বুধবার | সকাল
কুয়াশা আছে তাই ৷ ফটো ক্লিকে তুমি ৷ হে সূর্য, জেগেছো ছবিতে ৷ আলো ৷ নির্বিকার ৷ নিরন্তর ৷৷ অস্থায়ী কুয়াশায় ৷ জেলের ভেজা হাঁটুর কাঁপন ৷ দিনযাপনগুলো ৷ জড়িয়ে আছে বেশ ৷৷ বিকারগ্রস্ত কেউ কেউ ৷ তথাপি বোঝেনি মিশন নির্মল বাংলার গুরুত্ব ৷ নদীতেই প্রভাতী শৌচ ৷ পকেটের মোবাইলে গান ৷ অলক্ষ্যে ছিছিকার করে ৷৷ তুমি কি দেখেছো ! কার ডানায় প্রাণ পাচ্ছে সকালের ভবিষ্যৎ ! ওর শিকারী চোখ ৷ ভালো থাকা বোঝে ৷ নদী আর বাতাসের ৷৷
৷৷ ৷৷
সদ্যস্নাত পুত্রের ওঁকার ধ্বনিতে ৷ প্রাণ পাচ্ছে একুরিয়ামের জল ৷ সাড়ে ছয় সকালে ৷ তারপর তার আঙুল ৷ উষ্ণতা খুঁজছে হারমোনিয়ামে ৷ শীতে সুর উষ্ণতা দেয় ৷ উত্তপ্ত দিনগুলিতে শীতলতা ! আহা সুর ! জীবন ভরাও !
৷৷ ৷৷
উড়োজাহাজ সশব্দে গন্তব্যের দিকে ৷ উড়ছে ৷ কাঁসাইয়ের ব্রীজে ৮টা১৫-র ট্রেন ৷ চাকার আওয়াজে প্রাণময় ৷ আমার প্রাণায়ামে ৷ তারাও হঠাৎ কিছু বলে গেল যেন ৷ কী বলেছে ?
৷৷ ৷৷
পাখিরা যা বলিবলি করে ৷ অন্নের সংস্থানে বাড়ি ফেরো স্বামী ৷ সংসার আছে ৷
৷৷ আনন্দ ৷৷

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

আটপৌরে কবিতা || অর্জন ; বিসর্জনে ; সৌমিত্র রায়

আটপৌরে কবিতা || অর্জন ; বিসর্জনে
................
সৌমিত্র রায়

    পাড়েই ; মূর্ছা যাচ্ছে
         ~ঢেউ~
পূজার বর্জ্য ; দূষণ পরম্পরা

০১-০১-২০১৯ ; কাঁসাই চর ; মেদিনীপুর ; বিকেল ৷৷ শান্তি ৷৷



উইশ পোয়েম :: হ্যাপি নিউ ইয়ার , সৌমিত্র রায়,


উইশ পোয়েম :: হ্যাপি নিউ ইয়ার
সৌমিত্র রায়

উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার 
০১-০১-২০১৯ ; কাঁসাই চর ; মেদিনীপুর ; বিকেল ৫টা ১৭
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
নদী ; উচ্ছ্বাসহীন ; দাপট হারানো ঢেউ ; চরে ; ডিজের চিৎকারগানে ;
তবুও রাজা সেজেছে~ নদী ; মুকুট = থার্মোকল ; মূর্তিপূজার বর্জ্য ; প্লাস্টিক ;

মুকুট ; কাঁটার মুকুট ; যীশুর ; জনস্রোত ; উচ্ছ্বসিত ;
ডিসেম্বর ২৫ ; ফার্স্ট জানুয়ারি ; মত্ত-নৃত্যরত-স্রোতে ; হে শঙ্কর, নাচো ;

সারারাত বাজি ; কার বুক ফাটে ; নদীও তো সারারাত, নির্জনে, সারা বুক আলোয় ভরেছে ; হে আনন্দ, দ্রুত টপকে যাওয়া ক্যালেন্ডারের ঘর ; তোমাকে উইশ করেছে~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার

আমি হ্যাপি । হ্যাপিনেস আমার স্বধর্ম । কিন্তু আমার প্রাকৃতিক ভবিষ্যৎ ? প্রস্পারাস ?

এই তো মিশেছিলাম স্রোতে ; হঠাৎ একা হয়ে যাচ্ছি ; একা ; গাছটির গোড়ায় উনান খুঁড়ে ,কারা যেন নিজেদের অণ্ডকোষ-যোনিতে দিনভর আগুন দিয়েছে ; একাকী নই, একাকী নই, একসাথে মানব-ক্লোনের ইশারায় চোখ রাখি ; নইলে প্রজন্ম নেই ; নইলে প্রজন্ম নেই ; হে আনন্দ, হে নির্মল আনন্দ , ...

এখন তো প্রতিদিনই নতুন বছর ; উৎসব প্রতিদিনই ; সংবাদপত্র উৎসবমুখর~
জনস্রোত ; উচ্ছ্বসিত ;
কেন তবে নদী উচ্ছ্বাসহীন ;

জনস্রোত ; অভিমুখ ঘোরাও ; নদী উচ্ছ্বসিত হোক ; হাওয়ার তরঙ্গ প্রাণ থেকে বলে উঠুক~
উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড প্রস্পারাস নিউ ইয়ার
।। শান্তি ।।


Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...