চিরঞ্জীব হালদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিরঞ্জীব হালদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ভ্রম ।। চিরঞ্জীব হালদার ।। কবিতা,Chiranjib Haldar

 ভ্রম

চিরঞ্জীব হালদার



মিথ্যে বলবোনা প্রথম থেকে আমার সাথে

তার  বেশ একটা ইয়ে ইয়ে

অনেকের কপাল গুণে দুচারটে অতিরিক্ত বান্ধবী বর্ণের আলোর সাথে মাখামাখি

এসো আঁধার এসো পেন ড্রাইভ 

চশমা ছাড়াই তোমরা দিব্যি খুটে খাওয়া পাবলিক


আচ্ছা হকিং সাহেব আমার কিঞ্চিত ছোঁকছোঁকানি ভাব কি খুব দোষের 

আপনার নিরপেক্ষ নিরীক্ষার বাইনারি ক্যালকুলেসানে আমি গিনিপিগ হতেও রাজি

দিননা দুচারটে বেশ ডবগা  ইলিবিলি জুটিয়ে

কাঁহাতক পানুকে নিয়ে রামধনু দেখতে দেখতে ভ্রান্ত লিঙ্গোদয় স্টেশনের টিকিট কাউন্টারে আঁধার গুজরান


মুশকিল হলো যে স্টেশনে নামবো তার নাম  ভুলে এখন পানুকেই জিজ্ঞেস করা ছাড়া উপায় দেখিনা

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

জটিলতা ।। চিরঞ্জীব হালদার।। কবিতা, Chiranjib Haldar

 জটিলতা

চিরঞ্জীব হালদার



কাঁকড়াবিছেটা ভাবছিলো সে যাকে দংশিবে বলে ভেবেছে প্রতিপক্ষ যদি আগে কামড়ার তাহলে সে নিজে কিভাবে তার ফিঁয়াসের কাছে ফিরে যাবে


এই ইনফিরিওরিটি ইনডেক্সের ঘেরাটোপ থেকে 

সে আক্রমনে যাবে কি যাবে না 

এই দোলাচলে সে এক বহুরূপীর দ্বারস্থ

সেই বহুরূপী টি তখন এক লাইভ শোয়ে বিচারকের আসনে 

সেখানে তখন দংশন জনিত রূপ চর্চার ধামাকা


এখন বেতাল জিজ্ঞেস করতে পারে 

এমন বিবেচনা প্রসুত উত্তর আমাদের দৈনিক হেঁসেলে ঢুকে পড়লে কে বেশী সুপিরিয়র

সোমবার, ৩ অক্টোবর, ২০২২

একটি ধারাভাষ্য ।। চিরঞ্জীব হালদার ।। কবিতা, Chiranjib Haldar

একটি ধারাভাষ্য

চিরঞ্জীব হালদার



কুরুক্ষেত্রের আগে কোন ফুচকা দোকানীর সাথে

একটু ইয়ে জমাবার ইচ্ছে ছিল

যদি তা না পাই তাহলে সুলভ কমপ্লেক্সের কোন ঘুম ঘুম রাজপুত্রের কাছে দুদন্ড ছানবিন হেতু সময় ধার্য রাখা দরকার


এই প্রান্তরে এন্ট্রি নেওয়ার আগে প্রত্যেকের ঘোড়াকে কিছু গোপন কৌশল গিলিয়ে দিতো তাদের প্রেমিকারা


রম্ভা তার সুবর্ণখোচিত মেয়েলি পোষাক টা কোন লেনদেন ছাড়া সুলভ কমপ্লেক্সের ছোঁড়াটাকে এভাবে 

বিলিয়ে দেওয়ার পিছনে কোন মাষ্টার মাইন্ড ছিল কিনা কে বলে দেবে

এসবে মধ্যে আমার দায়িত্ব শুধু সরল ধারাভাষ্যের



শনিবার, ১ অক্টোবর, ২০২২

এক নদীর ইতিবৃত্ত ।। চিরঞ্জীব হালদার ।। কবিতা, Chiranjib Haldar

এক নদীর ইতিবৃত্ত

চিরঞ্জীব হালদার



দারিয়া ফো আর রেহানার মধ্যে এক

মনু নদীর সংমিশ্রন

মেয়েটাকে ঘিরে থাকে কয়েক গ্যালন বিষাক্ত দ্বাররক্ষী


সাইবেরিয়া থেকে আমাজন দারিয়া তার জন‌্য

একবস্ত্র নির্মাণ হেতু পদব্রজে

যা ভেদ করে পৃথিবীর কোন সুসভ্য ধর্ষক

রেহানার গুপ্ত রাজধানীকক্ষে প্রবেশের ছাড়পত্র পাবেনা


ব্রেজনেভ ও রাধাকৃষ্ণান আপনারা কি বলেন

তার রক্তবর্ণ মৃতরজ্জু  থেকে 

একদিন ঈশ্বর আবির্ভূত হবেন


রেহানার এক নদীর নাম


৩০-৯-২২

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

একটি নিষিদ্ধ কবিতা ।। চিরঞ্জীব হালদার।। Chiranjib Halder

একটি নিষিদ্ধ কবিতা

চিরঞ্জীব হালদার



ক্যানসার আক্রান্ত ধর্মপত্নীর জন্য যে লোকটা

প্রকাশ্য রাজপথে দয়া দাবী করে তার নাম পনেরোই আগষ্ট

যে খঞ্জ নাবালিকা খালি পায়ে বাড়ি বাড়ি সংবাদ পত্রে ফিরি  করে তার নাম শহীদ দিবস


অরুণাচলের বর্ডার থেকে পনেরো দিন পর যে আর ফিরে আসেনি পনেরোই আগষ্টে বিদেশী বন্দুকে

 গানস্যালুটের ব্যবস্থা করেছে রাষ্ট্র


বস্ত্র বিতরণ সভায় আসার আগে সব সংবাদ মাধ্যম

হুমড়ি খেয়ে বাইট নিচ্ছে পঞ্চায়েত মুখিয়ার বউয়ের

তার বিউটি পার্লারে আজ শাহারুখ উদিত হবেন


বাউরী পাড়ার রেশন দোকান আজ কতদিন বন্ধ

কেহ জানেনা

শোনা যাচ্ছে বিধায়কবাবু বাউরীদের বেদখল পুকুরে

ছিপ ফেলতে আসবেন পনেরোই আগষ্টে


আমি উপোষ জমিয়ে তিরঙ্গা কিনেছি

পাঠক বলে দিন কাকে দিয়ে উত্তোলন করাবো

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

চিরঞ্জীব হালদার ।। কবিতা ।। আর্জি , Chiranjib Roy

চিরঞ্জীব হালদার ।। কবিতা

আর্জি


চিরঞ্জীব হালদার



আমার পূর্বপুরুষের নাম যদি তুকারাম হয়

তাহলে কি

আমার প্রপিতামহের পাশ্চাত্য সংস্করণ যদি ইবসেন হয় তাহলে কি

যদি আমার দিদিমার বান্ধবী মীনকুমারী হয়



ঠিক কখন আপনি একা একা দক্ষিণ বারান্দার খিড়কির কপাট খুলে ঝাঁপ দেবেন গরম নেহাইয়ের উপর

ধর্ষনের সব চিহ্ন মুছে যাওয়ার পরেও

কোন গ্লানি ছাড়াই শহরের মেডিকেল ভান্ডারে

অনিয়ন্ত্রিত ঘুমের বড়ি চুরি করতে সফল হবেন

বৈরাম খাঁ তার চরিতনামা লেখার আগে

প্ল্যানচেটে নাদির শাহকে ডেকে নেবেন 


আলাদিন অন্তত একবারের জন্য ভার্জিনিয়া উলফের শেষ সাক্ষাতকার নেওয়া যায় কিনা ভেবে দেখবেন

আপনার প্রদীপকে বলুন মরা নদীর জল

যেন ফুসমন্তর হয়ে ওঠে

রবিবার, ৩১ জুলাই, ২০২২

চিরঞ্জীব হালদার ।। কবিতা ।। টিপ ।।Tip

চিরঞ্জীব হালদার ।। কবিতা

টিপ



টিপ


টিপ বিক্রি করা ফেরিওয়ালা জানে না

ক্রেতা আর ব্যবহারকারীর ভেতর একাকী কোন 

জেব্রা ক্রসিং আছে কিনা

জানে না দিনের সাদা দাগেরা নিরুদ্দিষ্ট রাতের তল্পী বাহক কিনা


টিপ পরার আগে আর ঠেবড়ে য়াওয়া পর

কারা তার জন্য ঠিকানাহীন তরমুজ এর খোঁজ রাখে

আমাদের বিষিয়ে ওঠা যন্ত্রণা গুলোর পক্ষে 

কোন টিপ কতটা সফল প্রক্সিবাজ

মিলন চাহুনি ছাড়া তাহারা এক একজন আমায়িক ইতিহাস


টিপের আজ্ঞাবাহক দ্যুতির কাছে মেধার জ্যামিতিক ইচ্ছে গুলো প্রায়শঃ নৈঋত নক্ষত্র

কে যেন সেই ফিরিওয়ালার সন্ধানে সোস্যাল সাইটে

অকথ্য চমৎকার এক না লেখা কবিতা


বাবু টিপ কিনবেন টিপ

যে কখনো মিথ্য সাক্ষ্য দেয়না

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

চিরঞ্জীব হালদার ।। ২টি কবিতা ।। Chiranjib ,

চিরঞ্জীব হালদার-এর ২টি কবিতা



প্রেমিক


প্রেমের সুষম বন্টন নিয়ে যদি প্রশ্ন ওঠে

যদি গার্গী কে প্রশ্ন করা হয় 

আপনার ভাতার  আপনাকে না আপনার সতিনকে 

উপহার দেবে  দৈবেবাকযুদ্ধের পাওয়া হরিন

পশুরও কিছু জ্ঞান-গম্মি অবশিষ্ট আছে


আমাদের রসিক ঢেমনামি আর মস্করার ভেতর যে নদী 

তার দুকুল প্লাবিত জোয়ারে ভেসে যাচ্ছেন জনগনেশ

 আপনি কখন টাকমাথা মহিলার সাথে মেকানিক্যাল ড্রিল করবেন অবশ্য বুঝে উঠতে বেলা পার

আসলে তিনি একজন পরচুলা দপ্তরের আধিকারিক


এই নিন আমার অভিভাষণ পরিচয় পর্ব

এটা এক স্বদেশ লাঞ্ছিত নায়কের কলকাকলি ভাবতে পারেন


আপনি কি জানতেন পূর্ব পরিকল্পিত সড়কপথ

 চুম্বন কারীগরদের চিঠির অলৌকিক হরফেরা

ইউরেকা ইউরেকা বলে এগিয়ে আসছে আপনার

প্রমান সাইজের কাট আউটের দিকে


দেখো কেমন হেসে ওঠে অর্বাচীন হরিন


২৭-২-২২


প্রযত্নে যাঁতা


নিতান্ত সাধারণ প্রেমিক অভাবী

জেনে রাখো একমাত্র কবিতা সতিন

নিঃশুল্ক আমার সঙ্গে কি যাবি

শ্মশানে চঃ আমাদের দাউ দাউ দিন


গৃহস্থ জেগে থাকে আমরাও থাকি

গুনে গেঁথে ইট কেনা আর কেনা জল

সবার কি ডানাভ্রম থাকে কোন পাখি

তবুও তালপাতার নীল ভূমন্ডল


আমাদের প্রশ্ন করে ঘি মুক্ত ঋণ

একাত্তরে বিষপান এক ছেঁড়া কাঁথা

যতটা কমিউনিষ্ট ততটা দক্ষিণ

হৃদয় ঘোরালে আমরা ঘুরন্ত যাঁতা


২৯-৭-২২

বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

অবসন্তের কবিতা চিরঞ্জীব হালদার

অবসন্তের কবিতা

চিরঞ্জীব হালদার



মা বলেছে 'থুন' এর আগে ' মি' বসানো বারন।
আছে নাকি উপযুক্ত তেমন কিছু কারন।


দ্রাবিড় লিপি লিখতে গিয়ে লেখা হলো 'লিবি'
কে যে কখন  'ডো' বসালো টের পায়নি বিবি।


হতাশ ব্রা'য়ের দিগন্তে রূপ শঙ্খ খিটিমিটি।
নদীকে লেখা অষ্টাদশীর প্রাচীন কোনো চিঠি।

মেঘ করলে আকাশ জুড়ে  যেসব বলা বারন
বসন্ত জাগ্রত দ্বারে বলেনি ভবতারন।

সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

প্রলাপ || চিরঞ্জীব হালদার || আজকের কবিতা

প্রলাপ

চিরঞ্জীব হালদার



জানেন একটাও চটকদার পোশাক আমার নেই।
কি আনন্দই না হতো মুচি বা সেলাই দোকানি
আমার বন্ধু হলে।
একটা কুৎসিত নারী মূর্তি কে প্রেমিকা ভাবার মধ্যে
মেঘেদের ষড়যন্ত্র ভাবলে কিই বা করার থাকতে পারে।
দিনের বেলা ঠোঁটে হালকা ক্রিম আর ওডোকলোন
লাগিয়ে চৈত্রের গাজনে লাথ খাওয়া প্রেমিকের 
অভিনয়ে আসর জমিয়ে দেওয়ার পর
একজন ও কেঠো আইসক্রিম নিয়ে অপেক্ষা করেনা।

সমস্ত জেব্রা ক্রসিংয়ে ধুঁকতে থাকা দ্বিপ্রহর
আমার বান্ধব।
প্রকৃত পারিশ্রমিক না পাওয়া কোম্পোজার এর
সতর্ক অক্ষর বিন্যাস আমার অপ্রকাশিত পুস্তকের
প্রথম খসড়া।

ভূমি থেকে দাওয়ার দূ্রত্ব  বসে কতদিন
লোপামুদ্রার রামায়ন শুনিনি।
আমি তো চিরকাল  ব্যাক বেঞ্চার।
এসো মুগ্ধ চরাচর  ।
কোন রংয়ে

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...