জামাল দ্বীন সুমন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জামাল দ্বীন সুমন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

রাতের প্রতিচ্ছবি || জামাল দ্বীন সুমন || "আই-যুগ"-এর কবিতা

 রাতের প্রতিচ্ছবি

     জামাল দ্বীন সুমন



উপোস রাতের অন্ধকার ভেদ করে
আকাশের পর্দায় ভেসে উঠে
 আদিবাসী প্রেমিকার মুখ
ওর চোখে অশ্রুমেঘের কারুকাজ
দেহের ভাঁজে ভাঁজে পুষ্প-সাজ
প্রেমরসে ভেজা তার লজ্জানত মন।

যখন সে কথা বলে-
মুখে তার স্তব্ধ-রাতের প্রতিচ্ছবি
জেগে উঠে প্রেমিকের প্রাণ
অন্তরীক্ষে জ্বলে উঠে নক্ষত্র আলো।

উপোস রাতের ঘুমঘোরে এসেছিলে
উষ্ণ আলিঙ্গনে জ্বেলেছিলে মোম-দীপশিখা
সেই প্রেম মরে গেছে কবে
তবু তার জাফরান ঠোঁটে
আজও ফোটে রক্তজবা ফুল।

হে অমবস্যার অগ্নিকন্যা 
হৃদপিন্ডের পেন্ডুলামে কেন থাকো ঝুলে
একবার কাছে এসে ধরো এই হাত
এভাবেই কেটে যাক স্বপ্নের রাত।
______________________________
রাজশাহী-১৯/০৯/২০২০


শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কবি জামাল দ্বীন সুমন || ব্যক্তিত্ব || দৈনিক বাংলা ডেস্ক

কবি জামাল দ্বীন সুমন 

ব্যক্তিত্ব

দৈনিক বাংলা ডেস্ক





  কবি জামাল দ্বীন সুমন ১৯৬১ সালের ৪ আগস্ট রাজশাহী জেলার বানেশ্বরে জন্মগ্রহণ করেন। পিতাঃ ডাঃ শামসুদ্দীন আহমেদ মাতাঃ কামরুন নেছা। তিনি ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এম এ ডিগ্রি অর্জন করেন। কর্মক্ষেত্রে তিনি দুর্গাপুর ডিগ্রি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর হিসেবে কাজ করছেন। তিনি আশির দশক থেকে কবিতা, ছোটগল্প,প্রবন্ধ,  নাটক, রম্য রচনা ও গান লিখছেন। এছাড়া সাহিত্যের ছোট কাগজ "অনির্বাণ" সম্পাদনা করে আসছেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, গীতিকার,রম্য লেখক এবং বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের "সাহিত্য আসর"অনুষ্ঠানের উপস্হাপনা করে আসছেন।বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে আসছে। তাঁর রচিত কাব্যগ্রন্হঃ নিদ্রাহীন পথ, জ্যোৎস্নার পথ ধরে,হৃদয়ে চৈত্রঝড় প্রকাশিত হয়েছে।
আগামীকাল দৈনিক বাংলায় প্রকাশিত হবে তাঁর কবিতা ৷

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...