বর্ণজিৎ বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্ণজিৎ বর্মন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এখানে বুজরুকি নেই || বর্ণজিৎ বর্মন

এখানে বুজরুকি নেই

বর্ণজিৎ বর্মন 



হ্যাঁ, 

হোটেলের দরজা খোলা আছে ,

আকাশ ছোঁয়া যায় জানালা খুলে 

মেঘ তো ঘরের মেঝেতে আলপনা দেয় সকলেই জানে ,গাছও


এখানে কোনো বুজরুকি নেই 

সুদূরতা গভীর মতো নেমে গেছে 


নামার কোনো ধরন নেই 

সোজা ,একে বেকে একেবারে পাহাড়ের 

সানুদেশে 

দুটি তরুণী নেচে গেয়ে সেল্ফিতুলে 


খোপায় গোজা পাহাড়ি ফুল ও ঝর্না 

হাতে তুলে ধরে বাঁ হাতে আড়ালের ছায়া 

পাহাড়ি ঝর্না মেলে ধরে মায়া ।


ভালোবাসা এখানে রঙিন নীল খামে চিঠি লেখে 

পাঠায় বামনহাটি প্যাসেঞ্জার লোকালে 

অসুস্থ যে বসে অপেক্ষায় 

ভোর সাড়ে ছটায় হাতে পৌঁছাবে 

এখানে বুজরুকির কোনো  স্থান নেই

বুধবার, ২৪ মার্চ, ২০২১

O T থেকে বেরুনুর পর || বর্ণজিৎ বর্মন || কবিতা

 O T থেকে বেরুনুর পর 

বর্ণজিৎ বর্মন 



উহু আহা কি নিদারুণ কষ্ট 

কে শুনে কার কথা ভুরুক্ষেপ নেই 

অবশ শরীর পরে আছে শ্রীরাম পুরের পুণ্য ভূমিতে 

বুঝতে পারছি, 

ঈশ্বর ছাড়া কেউ আমার কথা শুনতে ও বুঝতে 

পারছে না, আমি এখন একা ,ভীষণ একা 

ঈশ্বরের খুব কাছাকাছি 


একটু শক্তি দাও একটি সবুজ পাতার নিচে বেঁচে থাকতে চাই ।


আমি শুনতে পারছি পার্থিব পৃথিবীর সমস্ত কথা কাকলি -

বাড়ির আত্মীয় স্বজনের কথা , মাসি ,সিস্টার ,ডক্টর 

সবার কথা , 

আমি বেকুল কবে বাড়ি ফিরব , কবে হাট ব এই মহাপৃথিবীর রূপসী গলি গুলি , কি সুন্দর ভোরের বাতাসে ভেসে আসে দুয়েলের শিস , আজানের সুর, হরিণাম ধ্বনি 

আহা , মা এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে বাবু ঠিক হয়ে যাবি তারাতারি 

কোনো অসুবিধে হয় নি বাবু 

এ ডাক আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রিয় 

তুলনাহীন  -

আমার এই কবিতার শেষ লাইন থেকে আরো হাজার হাজার কোটি কোটি কবিতা জম্ন নেবে আমি জানি ,

একটি সবুজ পাতা চাই 

সবার জন্য বরাদ্য থাক একটি সবুজ পাতা -

এই কবিতা সেই অমর ডাক কে ই উৎসর্গ করলাম

মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

মোরগ লড়াই শেষে || বর্ণজিৎ বর্মন || আজকের কবিতা

মোরগ লড়াই শেষে

বর্ণজিৎ বর্মন 



নিকট ভবিষ্যত গুলি ভেঙে যাবে না তো ?

সংশয় প্রকাশিত হয়  অবিরত 

সোনঝুরি হাটে, মোরগ লড়াই শুরু হয় 

দুপুরের খরো রোদে 

সকলের চেনা বিকলাঙ্গ জগন্নাথ লোহারের 

একমাত্র উপার্জ এটাই গ্রাম্য হাটে হাটে খেলা দেখানো -


এক ছেলে এক মেয়ে,

বৌ ঘরে সুনিপুণ ভালোবাসার স্বপ্ন বুনে চলে 

রজনি গন্ধা যেমন কালো কিংবা ধলো সকলকেই 

সম সুগন্ধ ঢালে হৃদয় গভীরে ,


এ সংসারে নানা মোড় ঘুমিয়ে থাকে - মোরগ লড়াই শেষে

সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে || বর্ণজিৎ বর্মন ||

জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে

বর্ণজিৎ বর্মন 



হেমন্তের মেঘের সাথে 

জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে দিলাম 

অনেক দিন পর আমার প্রাইমারি স্কুলের

 পাশদিয়ে যেতে যেতে দেখি তিনটে চপের দোকান আর দুটি মুদিখানার 


ওই মুদির দোকান থেকে কাঠপেন্সিল  কিনে

নিখিলের ছবি আঁকতাম 


ঘড়ির দিকে তাকিয়ে দেখি 

সোয়া দশটা বেজে গেছে 


একে একে শিশু ছাত্র স্কুলে ঢুকছে 


মনে পরে যায় 

সেই ছোটবেলার পিঠে

 বেতের সে কি মার 


এই ভাসমান ছবি গুলি 

আমার জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে দিল 

প্রকান্ড বটের সবুজ রঙের দিকে

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

পদ্ম নামে মেয়েটি || বর্ণজিৎ বর্মন || অন্যান্য কবিতা

পদ্ম নামে মেয়েটি 

বর্ণজিৎ বর্মন 



ছুটন্ত ট্রেন থেকে জলাশয়ের দিকে 

চোখ যেতেই দেখা হল পদ্মপাতায় শিশিরের স্নান 


এ ফোটা পদ্ম শারদীয়ার পদ্ম 


সকলেই দেখে , উপভোগ করে সৌন্দর্যের মাধুরী 

 

কোভিড স্পেশাল ট্রেন ছুটে চলে

যাত্রীর গন্তব্যে 


এ শারদীয়ার পদ্ম ,এ জলঙ্গির পদ্ম শুভেচ্ছা টুকু পেলো না 


জীবন পৌছে গেল পৃথিবীর ঘরে 


এ পদ্ম এক মেয়ে হয়ে ফুটে আছে নিস্তব্ধ স্বল্প গভীর জলাশয়ে

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

দুঃখ || বর্ণজিৎ বর্মন || কবিতা

দুঃখ 

বর্ণজিৎ বর্মন 



ভাবনা যদি পাখি হয়,

দুঃখ গুলি মেঘের মতো হাঁস হয়ে ওপারে যেতে পারে না কেন ?


পরিখা ছুঁয়ে ছুঁয়ে 

প্রয়োজনীয় সুখ নিয়ে ভেসে আসত ,

আমাদের প্রত্যেকের হাঁস

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

*আকাশ* || বর্ণজিৎ বর্মন || কবিতা

 *আকাশ* 

বর্ণজিৎ বর্মন 



আকাশের গাঁ এ যতো কালো মেঘ 

ওড়াওড়ি করে 

প্রতিবেশি কাক হয়ে কলঙ্কের নিশানায় ছবি আঁকে 


প্রতিদিন এক বাউল এসে 

শান্তির ললিত বাণী শোনায় 


আমার নিঝুম চোখে বর্ষার তোর্ষা নদী 

হৃদয়ের কাছাকাছি বসে থাকে


আমি ক্রমশ আকাশ হয়ে উঠি

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

শব্দ-কবিতা || বর্ণজিৎ বর্মন || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ-কবিতা
বর্ণজিৎ বর্মন




শব্দ'৪ || কবিতার 
                    হৃদয়ে আঁকা 
                                কারুকাজ 


শব্দ'৫ || ভালোবাসার নদী 
                               সংসারের 
                                        নিয়তি ফেরায় 


শব্দ'৬ || বুক জুড়ে 
                       গুটি বসন্তের প্রেম 


 শব্দ'৭ || পলিটিক্সের রাস্তায় 
                          একটিও স্বচ্ছতার 
                         হাঁস নেই কবিরাজ

শনিবার, ২০ জুন, ২০২০

ভাগ্য-key || বর্ণজিৎ বর্মন || নতুনদের কবিতা

*ভাগ্য key*
বর্ণজিৎ বর্মন

চাঁদ ললাটে লটারি নৌকা ,
ঝড়এলে
জীবনটা গুল্ফের
            মতো ছিড়ে যায়
ডায়রির কথা গুলি বাসি ।

গতরের ছিদ্র কার্পেট মোড়া
             অনিবার্য  বুকের তীরে
                             দুমড়ে ওঠে
 নিষ্পাপ শিশুর পাঁজড়।


বেদনায় থরো থরো 
                   আলোমতি
               এক করোনা যোদ্ধা
ভরাকোটাল পূর্ণিমার অপেক্ষা য় ।


বিবেকের দংশন
                  মৃত্যু সম
তবু ভাঙ্গা ব্রিজ পার হই
                 কর্ণের চাকার তলে

দোষ কি কালো চশমার ?


 ভাষা কাহাছে ?
          মৃত্যুর মিছিলে
            নিজেকে বাঁচিয়ে
চিরস্থায়ী কতো বসন্ত পঞ্চমী দেখে ?
নিরক্ষরেখায় ঝুলে থাকে মন !

নেকড়ের হুঙ্কার
         জব্দ করে
পরিজনের ঘুমের ব্যারমিটার ।

নিস্তব্ধ
তালিকা চেবায়
         ফুসফুসের শ্বাসটুকু ,

              বিশ্বাসের দাড়িপল্লায়

হে ঈশ্বর গাথা !
আমার খাঁচার পায়রা দল
দিগন্তের রঙিন স্ব্প্নে
বেঁচে থাক....

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...