মেশকাতুন নাহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেশকাতুন নাহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কষ্টের মিছিল ।। মেশকাতুন নাহার ।। Meskatun Nahar

কষ্টের মিছিল 

মেশকাতুন নাহার 



এমন কিছু কারণ এসে
দেয় যে মনে কষ্ট, 
ওরে কষ্ট কেন তুই যে
এত বড়ো দুষ্ট? 

মনের ভিতর জবরদস্তি 
করিস বসত বাড়ি,
সেই বাড়িতে বসে রে তুই
আগুনে দিস হাড়ি।

আড়াল থেকে বিষ মিশিয়ে 
বক্ষে মারিস ছুরি, 
জখম নিয়ে ভাঙা পথে 
একলা আমি ঘুরি,

এত কষ্ট অন্তঃপুরে 
বন্দী হয়ে আছে, 
জ্বলে পুড়ে ধ্বংসপ্রাপ্ত 
বুঝার নেই কেউ কাছে।

প্রতি রাতে কষ্টগুলো 
আমায় ঘিরে রাখে,
হরেক রঙে উদ্ভট সাজে
আসে লাখেলাখে।

মিছিল করে বলে তাঁরা 
তোমায় ভালোবাসি, 
পালাবে কই প্রিয় সঙ্গী 
দেয় যে অট্টহাসি।

প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

শনিবার, ১৪ মে, ২০২২

কালবৈশাখী ঝড় ।। মেশকাতুন নাহার ।। কবিতা

কালবৈশাখী ঝড়

মেশকাতুন নাহার 




বৈশাখ মাসে হঠাৎ আসে
কালবৈশাখী ঝড়,
গাছগাছালি তীব্র বেগে 
করে যে নড়-বড়।

বজ্রপাতে মনের ভিতর 
লাগে প্রাণের ভয়,
এই বুঝি সব ভেঙেচুরে
ভুবন করছে ক্ষয়।

মাঝিমাল্লা বৈঠা হাতে 
ছুটছে দ্রুত তীর, 
পাখিগুলো ভেজা দেহে 
কাঁপছে বসে নীড়।

জমির ফসল হেলে পড়ছে
চাষির চোখে জল,
নিম্ন জমি প্লাবন এসে
দৈবাৎ করে তল। 

বাগান থেকে ঝরে পড়ে
কাঁচা পাকা আম,
ক্ষতির মাত্রা বৃদ্ধি পেলে 
কৃষক পায় না দাম।

বিদ্যুৎ খুঁটি উপড়ে গিয়ে 
আঁধার করে ঘর,
বৈরী হাওয়া ভাগ্যের চাকায় 
নিয়ে আসে জ্বর।

প্রভাষক সমাজকর্ম 
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ, 
কচুয়া, চাঁদপুর।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...