সঞ্জয় দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঞ্জয় দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ মে, ২০২০

প্রজ্জ্বলিত || সঞ্জয় দাস || কবিতা

প্রজ্জ্বলিত
সঞ্জয় দাস

স্বপ্ন স্মৃতির ভালােবাসাগুলি জেগে ওঠে
    তোমার ভাবনার পথ বেয়ে
হৃদয় গ্রন্থনে রোমান্টিক প্রেমচ্ছায়া
এখনও জ্বলজ্বল করে বিশ্ব প্রকৃতি  মাঝারে ।


মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

সঞ্জয় দাস । আটপৌরে কবিতা । বাংলা- ৬৩৬

সঞ্জয় দাস । আটপৌরে কবিতা 




১.   মরণ গেম
     -------
খেলা  জীবন   চ্যালেঞ্জ
   <  পরিবার >
বুক ভরা হতাশার ডাক ।

২. বন্যাত্রাণ
     -------

জল ।  বৃষ্টি ।  বন্যা
      <  ত্রাণ >
পৌঁছে যাচ্ছে অর্ধেক মান ।

৩. ভূয়ো বাস্তব
   ---------
স্বপ্ন  -   স্মৃতি  - ভাবনা
<  রোমান্টিকতা  >
বাস্তবে ফিরে হাতড়ানো শেখা ।


নাম : সঞ্জয় দাস
ফোন : ৯৫৯৩১০৩৫৪৫


বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

৬০৯ আজকের কবিতা মন মানুষ -------- সঞ্জয় দাস


আজকের কবিতা 



মন  মানুষ
     --------
সঞ্জয় দাস 

নিয়মের অবাধ্যতার স্রোতে
   ভেসে চলা মানুষের জীবন
           আজ  বন্দী

বিবেকের হৃদয় হারিয়ে গেছে
    মায়াবী ঈর্ষার মিথ্যা
       জগৎ সংসারে

হৃদরাজ্য আজ কীটাণু বদ্ধ
    শুষে খাচ্ছে মানুষের
       মানবিকতার রক্ত

স্বপ্ন দেখা ভুলে গেছে
 আধুনিকতার ভীড়ে
   যান্ত্রিকতার বশে । 







মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

বাংলা । ৬০১ । আজকের কবিতা ক্ষুধার্ত ছেলেটি -------- সঞ্জয় দাস


আজকের কবিতা 


ক্ষুধার্ত ছেলেটি
 --------
সঞ্জয় দাস 

শব্দের ঐশ্বর্য
বিলাসিতায় পরিপূর্ণ
মধুরতার বিনাশ
স্বপ্নের হতাশা নিয়ে
পাশে দাঁড়িয়ে থাকার
বেদনায় মগ্ন আমি

জঠরের ক্ষুধা
অপেক্ষামান চোখে মুখে
স্বপ্নকে দেখে যায়
দুচোখের আঙিনা জুড়ে
উদ্বিগ্ন  - চঞ্চলতা
কিছুটা পাওয়ার উল্লাস
হতাশায় জড়িয়ে ধরে
নিমজ্জিত হৃদয়াবেগ

বাঁধ মানে না অশ্রুধারা
অখেয়ালী মনে পলায়ন বৃত্তি
সইল না মোর প্রাণে
সহসা যেতেই ধাবমান দূরে ।  




Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...