রজনীকান্ত সেন এক বিস্মৃতপ্রায় কবি, সঙ্গীতকার, সুরকার ও গায়ক
মনোজিৎ কুমার দাস
(৪)
রজনীকান্ত অপরের লেখা গান না গেয়ে নিজের লেখা গান নিজ কন্ঠে গাওয়ার জন্য বছর পনের বয়স থেকেই তিনি ভক্তিরসাত্মক গান রচনা করতে শুরু করেন। সে সময় রচিত তাঁর দুটো গানের কিছুটা উদ্ধৃতি দেওয়া যেতে পারে।নবমী দু:খের নিশি দিতে আইল।
হায় রানী কাঙ্গালিনী পাগলিনী।
------- ( মায়ের ) চরণ –যুগল, প্রফুল্ল কমল
মহেশ স্ফটিক জলে,
ভ্রমর নূপুর ঝংকারে মধুর
ও পদকমল -দলে ।
শৈশবকাল থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে ও সাবলীলভাবে বাংলা ও সংস্কৃত- উভয় ভাষায়ই কবিতা লিখতেন। তিনি তাঁর রচিত কবিতাগুলোকে গান আকারে রূপ দিতে শুরু করেন। পরবর্তীতে বাদ্যযন্ত্র সহযোগে গান পরিবেশন করতেন। রজনীকান্তের কবিতাগুলো স্থানীয় উৎসাহ, আশালতা পইত্যাদি
সংবাদ-সাময়িকীতে অনেকবার প্রকাশিত হয়েছিল। রজনীকান্তের প্রথম কবিতা আশা সিরাজগঞ্জ থেকে কুঞ্জবিহারী দে বি.এল. সম্পাদিত আশালতা মাসিক পত্রিকায় ১২৯৭ সালের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। এটাই রজনীকান্তের প্রথম প্রকাশিত কবিতা। আশা কবিতার প্রথম স্তবক উদ্ধৃত করা যেতে পারে।
এখানে বল গো একবার!
নরকের ইতিহাস, \
দুষ্কৃতির চিরদাস,
মলিন পঙ্কিল এই জীবন আমার---
আমারও কি আশা আছে বল একবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন