সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

রজনীকান্ত সেন এক বিস্মৃতপ্রায় কবি, সঙ্গীতকার, সুরকার ও গায়ক মনোজিৎ কুমার দাস


রজনীকান্ত সেন এক বিস্মৃতপ্রায় কবি, সঙ্গীতকার, সুরকার গায়ক 
মনোজিকুমার দাস
 (৮)

বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করে দিয়ে ১৯১০-এর ১৩ সেপ্টেম্বর  মঙ্গলবার রাত্রি সাড়ে আট ঘটিকায়  রজনীকান্ত সেন ইহলোক ত্যাগ করেন
শত শত ভক্ত, আত্মীয় পরিজন ও একান্ত অনুরাগীরা কবির প্রিয়
কবে, তৃষিত মরু ছড়িয়া যাইব তোমারি রসাল --নন্দনে
কবে, তাপিত চিত, করিব শীতল,                                                                                                              তোমারি করুণা চন্দনে! 
তোমারি বরুনা- চন্দনে!
গানটি গেয়ে রজনীকান্তের নস্বর দেহ নিয়ে শেষ যাত্র করেন তখন বাত্রি প্রায় এগারটা                                                                                                       

সত্যি কথা বলতে  রজনীকান্ত সেন এক বিস্মৃত প্রায় কবি, সঙ্গীতকার, সুরকার গায়ক হলেও তাঁর অমর সৃষ্টি তাঁকে চিরভাস্বর করে রাখবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...