Sunday, April 19, 2020

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 

১৫.

গর্হিত/  কদর্য/ ঘৃণিত
      ) অপরাধ  (
সকাল দুপুর সন্ধ্যা রাতে ।

১৬.

খুনসুটি/  আদর/ মোহ 
    ) স্বতঃসিদ্ধ  (
আজীবন কারো কারো সঙ্গে ।

১৭.

প্রযুক্তি/ প্রগতি/ উত্তরণ
      ) বর্তমান  (
ভবিষ্যত একই কথা বলবে।

১৮.

রূপ/  জয়/ যশ
  )আকাঙ্খা  (
যত তীব্র তত সঙ্কট ।

No comments:

Post a Comment

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...