মঙ্গলবার, ৫ মে, ২০২০

কিছু বই কিছু কথা ।। নীলাঞ্জন কুমার এবং বিষাদ । প্রফুল্ল পাল ।উপত্যকা । ষাট টাকা ।

কিছু বই কিছু কথা ।।নীলাঞ্জন কুমার 


এবং বিষাদ । প্রফুল্ল পাল ।উপত্যকা ।ষাট টাকা ।

অত্যন্ত ধীরগতিতে ভালো লেখার প্রবণতা নিয়ে লিখে চলেছেন কবি প্রফুল্ল পাল।তাঁর কাব্যগ্রন্থ ' এবং বিষাদ ' - এর ভেতর সে কারণে খুঁজে পাই কিছু না ভোলা পংক্তি : ' এভাবে কাঁদতে পারলে বাংলা ভাষার নরম উত্তাপ/ ছড়িয়ে পড়লে রৌদ্র শাসিত পন্চ্ঞায়েত পুর এলাকায় মনে থাকবে না কিছুই, ' যারা মরতে চায় তাদের জন্য এক কলম/ যারা বেঁচে আছে এই অবেলায় তাদের জন্য এক কলম ' -এর ছড়িয়ে দেওয়ার মতো কবিতা ।
                  কবি প্রফুল্লের কবিতার ডিকসন বলে দেয়, তিনি বর্ষা আনেন কিন্তু তার মধ্যে ব্যাপক গর্জনের আবশ্যকতা নেই । মেদিনীপুর জেলায় অবস্থান করে তিনি নিজেকে বিশ্বের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করেন তার জন্য । সে কারণে  ' কবিতার জন্য ' কবিতার এক নিঃশ্বাস আনন্দ নিয়ে লেখেন:  'এখন আমি বর্ষার জন্য অপেক্ষা করি, /কনকনে শীতের জন্য
অপেক্ষা করি তোমাকে উৎসর্গ করার/ কবিতার জন্য, আর ঝোলাঝুলি নিয়ে বেড়িয়ে পড়ার । ' কাব্যগ্রন্থের প্রচ্ছদকার কবি বিপ্লব মাজীর প্রচ্ছদ নিয়ে আরো ভাবনার অবকাশ ছিল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...