Friday, August 7, 2020

মুহূর্ত কবিতা || মিশে যাচ্ছে আনাজখোসা || সৌমিত্র রায়

মুহূর্ত কবিতা || মিশে যাচ্ছে আনাজখোসা
সৌমিত্র রায়


মেদিনীপুর; ২০ শ্রাবণ ১৪২৭; রাত ১০টা ২৭; হাসি ; ফুটে উঠছে চরাচর জুড়ে ; শবাসনের গভীরে একটি নক্ষত্র ; জাগ্রত ; এই বিশ্রামকালে সে কোন্ আনন্দ তরঙ্গায়িত করছে ; প্লাস্টিক ঝুড়িতে থাকা আনাজখোসার হাসিতে ; একটা অনিন্দ্যসুন্দর অতীত তোমাকে নস্টালজিক করে তুলছে বারবার ; গোয়ালঘর ; গোবাদিপশু ; খুদ-কুঁড়োর সাথে মিশে যাচ্ছে আনাজখোসা ; ব্যালকনির সামান্য সবুজে মগ্ন চরাচর ; টিভির সংবাদে খুব একটা ব্যাতিব্যস্ত নয়; সুবোধ ব্যক্তিত্বের দৃঢ়চেতা রাম বলছেন, কিছু কী ঘটতে চলেছে ভারতভূমিতে; কবি বলছেন গোবাদি পশু, জীববৈচিত্র, সবার সমান ভূমিকা সৃষ্টিতে; স্রষ্টার আত্মবিস্তৃত সকল ক্ষেত্র সমান সমান পূজ্য; হাসি, হে পবিত্র হাসি, তারা কী পূজা চেয়েছেন চরাচরজুড়ে ! || শান্তি ||

No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...