আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৫৫.
দ্রুত লয়ের ছন্দে
সোনা
মুগ ঢুকেছে রন্ধ্রে রন্ধ্রে
৫৬.
সোনা মুগের প্রেমে
ভালোবেসেছিলে
উঁচাউঁচা পর্বত হতে নেমে
৫৭.
আত্মাটি যখন সর্বহারা
সোনা
মুগ পাঠাও তুমি ভারাভারা
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন