আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
১০৩.
কোভিড খেয়েছে জীবনের
প্রবাহ
উহাতে এখনই ভরিবো প্রদাহ
১০৪.
ভ্যাকসিন ওরে ভ্যাকসিন
কতোদিন
আর কোভিডকে রাখিবি সমাসীন
১০৫.
দশহাত তুলেছো পরমেশ্বরী
সাম্রাজ্যবাদী
কোভিড সর্বদা কাঁপে থরহরি
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন