মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ৩১৯-৩২১ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ৩১৯-৩২১ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা



আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৩১৯.
ডালভাতে। পরমান্ন। মনবসত।
আলজিহবা।
সর্বজনীন। স্বাদে। বসন্তে। বাহবা।
৩২০.
আলাদিন। অতীত। বর্তমান।
বসন্তের।
বুমফিল্ড। স্যসুর। স্বপ্নদ্রষ্টারা। সেখানে।
৩২১.
নিম্নশ্রেণি। উচ্চশ্রেণি। সকলে।
মাতৃভাষা।
বসন্ত। চলন। বসন্ত। বিন্যাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...