শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

সংযত হও পতাকা, সংযত হও লাঠি || সৌমিত্র রায় || ভোটের কবিতা

সংযত হও পতাকা, সংযত হও লাঠি

সৌমিত্র রায়



বাঁশের লাঠি পড়ছে মাথায়,

বাঁশ কি বোঝে কাজ কী তার ?

ও পতাকা, তুমিই কি এই

খুনে লাঠির অহংকার ?


মর্যাদা পাক পতাকা, সংযত হও লাঠি,

গণতন্ত্রেই ধন্য হউক এই বাংলার মাটি !

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...