দেবতা ও ঈশ্বর
হীরক বন্দ্যোপাধ্যায়
সুন্দর ছাড়া আর কোনো ঈশ্বর নেই কোনোখানে
তাই পুরুষ রমণীর কাছে, রমণী পুরুষের কাছে
গিয়ে বারবার খুঁজে পেয়েছে দেবতা
তার অবয়ব গ্রীষ্ম বর্ষা হেমন্তে
দূরের বাগানে কোলাহলে
চাকরি অথবা অটোপারমিটে অজস্র উৎসুক দৃষ্টিতে ভিজেছে, ঈশ্বরের মতো দেবতা
পাওয়া যায় নি কখনো।
হঠাৎ পাওয়া ছুটির মতো দখিনা হাওয়ায় দাঁড়িয়ে সহসা ,উভয়ে পুরুষ রমণীর কাছে
আর রমণী পুরুষের কাছে বিস্মৃতির স্তূপ ভেঙে
তাকায় একে অপরের দিকে খোঁজে সুন্দরের
প্রতিরূপ একটি দুটি অভিজ্ঞতায় কাপে প্রতিচ্ছবি স্পর্শাতীত দেবতার চোখে ভাসে
আর তখন ঈশ্বর আড়ালে থেকেই হাসে ...
খুব ভালো লাগলো পড়ে।
উত্তর দিনমুছুন