বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩১ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৩১ || নীলাঞ্জন কুমার





শব্দব্রাউজ ১৩১ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন কলকাতা ২৫। ৩। ২০২১ সকাল সাড়ে আটটা । ভেতরে ভেতরে অবিরাম পুড়ে চলা কমবে না । পুড়তে পুড়তে এ পর্যন্ত !


শব্দসূত্র  : পুড়ছি এবং পুড়ছি


পুড়ছি বলেই আজ এখানে
ধীরে ধীরে । যত পোড়া তত
অভিজ্ঞতা । তখন নিজেকে বোঝা
খোঁজা  ও পরিশুদ্ধ হওয়া !


এবং বরং কিন্তু যদি
বাদ দিয়ে ঝাঁপ দিই পরিস্থিতি
মতো । তাতে ভুলত্রুটি থাকে, 
তার থেকেও পুড়তে থাকি ।


পুড়ছি বলেই এতদিন এক লক্ষ্যে, 
গতিপ্রকৃতি বদলাতে থাকে । কিন্তু
লক্ষ্য অবিচল । পোড়া অভ্যাস হয়ে যায় ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...