মঙ্গলবার, ২৫ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৭ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu


আটপৌরে ৫/৭

১. সুখ বসেছে বজ্রাসনে

শাপলাজল । লালপেড়েগাছ । চুলের মুঠি ।
                      ধাক্কাধাক্কি
অসামান্য স্বপ্ন  খেলার দিন।

২. আকাশলিপি

শ্যামলা- পুকুর । হংসধ্বনি । নায়িকা-নারী ।
                        চোখছোঁওয়া
হাহাকার কণ্ঠে নেমে আসে।

৩. সৃষ্টিলগ্নে মানুষের

গাছশত্রু । গণশত্রু। গণহত্যা ।
               কিংবদন্তি
গাছের প্রতি শত্রুতা জন্মগত।

 

1 টি মন্তব্য:

  1. দেবযানী বসুর ৫/৭ তিনটি আটপৌরে কবিতায় আছে বেশ মনমাখা শ্লেষ। জীবনের পারস্পরিক বিচ্ছিন্নতার মতো কবিতাস্থিত বেশকিছু শব্দ যতিচিহ্ন সহকারে বিচ্ছিন্ন হলেও কোথাও এসে মিলিত হচ্ছে সকলে। যদিও গাছপালার চিত্রকথায় বেদনার সুরটি আদম হয়ে আছে। আনন্দের ভিতরে ফল্গুধারায় বইতে থাকা বেদনা কোনো কবিই হয়তো এভাবে এড়িয়ে যেতে পারে না। Miscellaneous

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...