শুক্রবার, ৭ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/২ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu



আটপৌরে ৩/২

১. ভেবে দ্যাখো কোথায় কে

দূরদূরত্ব । প্রশ্নখুশ । উত্তরের ।
              বক্ষবন্ধনীতে
হাওয়াচরা বেলুনের ঝুড়ি ভাসে।

২. লড়াই অশেষ রাখি

শুদ্ধ- প্রেমিক । বিশুদ্ধ - প্রেমিকা। সাগরনৈকট্য ।
                     প্রতিবেদক
জানে ঢেউভাঙা দূরদূরান্তের ধামাকা ।

৩. অসম্পূর্ণতা চৈনিক মাছ

অবচেতন । অবতল । অবদৃশ্য ।
                     উচ্ছ্বাস-পর্দায়
নদীর তর্পণক্রিয়া দেখি পরিপূর্ণভাবে।
           

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...