বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৮/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৮/২ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ৮/২


১. অতিবেগুনি রশ্মির গালাগালি

পারস্পরিক । মধুমৌখিক । বহুগামী ।
                   মাউথপিসে
উগরাচ্ছে বুকের জমানো বিষ ।

২. স্তনরেখা আঁকে তীর আছড়ানো ঢেউ

বক্ষবিভাজিকা। সাগরবেলা । হুঁশবেহুঁশ।
                 আবেদন
ধরে রাখছে  সোনালি শঙ্খ।

৩. কোলে দোলে গান ঘুমপাড়ানি

মল্লারপুরুষ। মল্লিকানারী। নিগ্ৰোশিশু।
               সূর্যাস্তের
ঝরা শালপাতা ছুঁয়ে ঘুমোয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...