আটপৌরে কবিতাগুচ্ছ- ৮/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. যেভাবে তোমাকে দেখলাম
ডানাছবিকা । ত্বকমেছেতা । দেউলিয়াদেহ ।
মঞ্চ -পাটাতন
হাতির তলপেট আমার চক্ষুস্থলী।
২. জোব্বাকে দিও প্রচুর পকেট
রাধিকানাচন । ছররাগুলি । ফকিরগীতি ।
মাধুকরীখাতায়
নেচে উঠছে রোদ বহুদিনান্তে।
৩. সংবরপুরুষের ক্ষুর
রক্তথুতু । রামরামধুন । হরিণলিঙ্গ ।
জামদানিনিশান্তে
পুতুল নিমন্ত্রণ করে খাওয়াই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন