আটপৌরে কবিতাগুচ্ছ- ৮/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. আকাশছিদ্রের দিকে তাকিয়ে
হরিণশয্যা । বন্যকুসুম । নিশাচরঠোঁট ।
রাত্রিপ্রার্থনা
অনুগ্ৰহ আসতে লাগে আলোকবর্ষ ।
২. মৃতসৈনিক বাঁচিয়ে রেখেছি
আমার । তোমার । তাঁহার ।
প্রবেশ
মঞ্চের সম্মুখদ্বার দিয়ে হোক ।
৩. অলমিতি বিস্তরেন
রোদ - আঁখি । লঘুমন্থন । উদ্দীপনবিভাব ।
রমণেমনে
ইমনকল্যান প্লাবন বয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন