আটপৌরে কবিতাগুচ্ছ ~১০/৬ || "আই-যুগ"-এর কবিতা
১. কড়ি দিয়ে কেনা আকাশ
ফ্যানিব্রাউন । সিলভিয়াপ্লাথ। কাদম্বরীদেবী।
প্ল্যানচেটে
'শাওন রাতে যদি' অভিনয় খেলা করে।
২. ভালো থাকো বহুব্রীহি
বটফল। ডুমুরফুল। হৃতজরায়ু।
ছদ্মনামে
তিথিশেষে অনুবাদ বন্ধ হয়েছে।
৩. এরকম হয় মাঝে মাঝেই
স্বাভাবিক। শূন্যবোধ। অস্বাভাবিক।
বিভ্রান্তি
জলের কাজ ঋণখেলাপি রাখা।
ফ্যানিব্রাউন । সিলভিয়াপ্লাথ। কাদম্বরীদেবী।
প্ল্যানচেটে
'শাওন রাতে যদি' অভিনয় খেলা করে।
২. ভালো থাকো বহুব্রীহি
বটফল। ডুমুরফুল। হৃতজরায়ু।
ছদ্মনামে
তিথিশেষে অনুবাদ বন্ধ হয়েছে।
৩. এরকম হয় মাঝে মাঝেই
স্বাভাবিক। শূন্যবোধ। অস্বাভাবিক।
বিভ্রান্তি
জলের কাজ ঋণখেলাপি রাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন