আটপৌরে কবিতাগুচ্ছ ~১১/১ || "আই-যুগ"-এর কবিতা
১. করোনাবাসিত দিনগুলি মোর
ডক্সিসাইক্লিন। সাইক্লোন। নির্বাসিত।
জ্বালাতন-জ্বলার্তনসহ
পুনর্মূষিক আমি অমলদইওয়ালা ঘরে।
২. বিচ্ছেদের অপাদানে পঞ্চমী
তপোবনশ্রী। শ্রীকলকাত্তাইয়া । রঙ্গরিসোর্ট ।
ঘনমেঘ
প্রাকৃতিকভাবে বিচ্ছিন্নতা সচল থাকে।
৩. ঝুরঝুরে স্বপ্নের দাম এক পয়সা
রাগভরম । চতুরালি। কথামৃদঙ্গম ।
চন্দ্রগ্ৰহণে
দিনের চন্দ্র পাবে পলকলাগা।
ডক্সিসাইক্লিন। সাইক্লোন। নির্বাসিত।
জ্বালাতন-জ্বলার্তনসহ
পুনর্মূষিক আমি অমলদইওয়ালা ঘরে।
২. বিচ্ছেদের অপাদানে পঞ্চমী
তপোবনশ্রী। শ্রীকলকাত্তাইয়া । রঙ্গরিসোর্ট ।
ঘনমেঘ
প্রাকৃতিকভাবে বিচ্ছিন্নতা সচল থাকে।
৩. ঝুরঝুরে স্বপ্নের দাম এক পয়সা
রাগভরম । চতুরালি। কথামৃদঙ্গম ।
চন্দ্রগ্ৰহণে
দিনের চন্দ্র পাবে পলকলাগা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন