বিশ্ব যোগ দিবসে রক্তদান
ড.শান্তনু পাণ্ডার প্রতিবেদন
আজ সকাল ১০ টার সময তরুন সংঘ ব্যয়মাগারে ব্লাড রুট অর্গানাইজেশনের উদ্দগে রক্তদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংস্থার সম্পাদক পার্থ প্রতীম মল্লিক বলেন আজ আমাদের নতুন ডোনার 12 আর পুরনো 13 মিলে মোট 25 জন রক্ত দেয়, সর্ব কনিষ্ঠ রক্ত দাতা অনন্যা মল্লিক বয়স 18। আমাদের যে 2021 এর ভাবনা নতুন রক্তদাতা কে বের করে আনা তা শুরু হয়ে গেছে।খুব ভালো ভাবে সম্পন্ন হইছে রক্তদান। রক্তদাতাদের মধ্যে কেশপুর কলেজের দুজ্ন অধ্যাপক।
রক্তদাতাদের উত্সাহ দিতে উপস্থিত ছিলেন অসীম ধর মহাশয় "ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ভাইস প্রেসিডেনট" এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা। জয়ন্ত চক্রবর্তী মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সেক্রেটারি"। ফারুক উদ্দিন মল্লিক কেশপুর ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক। শিক্ষক মনিকাঞ্চন রায়, সমাজসেবি গোপাল সাহা, সমাজ কর্মী ও গবেষক ডঃ শান্তনু পান্ডা, প্রতিমা রানা সমাজ কর্মী, সুনীতা রায় সমাজ কর্মী, বিশ্বজিত চক্রবর্তী, পার্থর মা তাপসী মল্লিক , ও বোন অনন্যা মল্লিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন