আটপৌরে কবিতাগুচ্ছ ~১৪/১ || "আই-যুগ"-এর কবিতা
১. ট্রামের উপরতারে লোহার পাখি
প্রাক-উড়ালপুল । গড়িয়াহাট । গাছপটভূমি ।
তারগ্ৰন্থিময়
আকাশে গডজিলা পাখিরা ওড়ে।
২. সময়ের ছোঁয়াছুঁয়ি
বাহুপ্রান্তিক । সিঁদুরমায়া । সবুজস্থ ।
মোহনরূপ
রসধারা সবুজ টি-শার্টকে জেতায়।
৩. ঘুমোলে আতর নিঃশ্বাস
হটানো । মাদারিকাখেল ।পটানো
প্রলাপবাগিচা
হারমোনিয়ামে পিয়ানো খুঁজেছি অনেকবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন