বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আটপৌরে || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 8-14, by Sudip Biswas

আটপৌরে ৮-১৪ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 8-14, by Sudip Biswas



আটপৌরে কবিতা


নবকুমার 


পানীয়ং। জলং। দেহিমে।


কপালকুন্ডলে


কাপালিক বরাবর চিনেছে তাহাকে।


জনপদ


স্বদেশীয়। স্বজাতীয়। স্বভূমি।


অপহরণ


যে পথ নিবারণ সমাগমে।


১০

ভাগীরথী


ক্রীড়াশীল। তরঙ্গমালা। সমুদ্রসঙ্গম।


কাশীধাম


তরণী হংসের ন্যায় ছুটিতেছে।


১১

নির্মাণ


বঙ্গদেশ। কৃষক। শ্রীবৃদ্ধি।


শস্যখেত


বীজের অন্তরে বপনের সুপ্তি।


১২

দীপিকা


হৃদয়াসন।যৌবনস্বপন। মেঘলাদিন।


তত্ত্বজ্ঞানহীন


ঝড়ের খেয়া প্রথম চুম্বন।


১৩

হৃদয়বাড়ি


জীর্ণঘরে। নিত্যখেলা।সালতামামি।


লজ্জাহরণ


থাকবে তুমি থাকবো আমি।


১৪

স্রষ্টা


ব্রহ্মা। বিষ্ণু। মহেশ্বর।


সংকল্পসূত্রাদি


নৈসর্গিক চৈতন্যের ভিত্তি সংস্কার।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...