রবিবার, ৮ আগস্ট, ২০২১

৭ টি আটপৌরে || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure by Sudip Biswas

 ৭ টি আটপৌরে || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure by Sudip Biswas




১.


টুনটুনি


ছোটপাখি।  ছটফটে।  রোদ্দুর।


দর্জিঘর


ভিতরের ঘর এখন আঙিনা।


২.

জোনাকি


মৃদু আলো। নেভা আলো। জ্বেলে দিলো।


রাত্রিময়তা


প্রগাঢ় অন্ধকারে আমার প্রদীপ।


৩.

অভিমান


ছলছল।  অশ্রুজল।  ভর্ৎসনা।


ভালোবাসা


সেই দন্ডে চিনেছিস আপনারে।


৪.

নভস্তল


দুই খন্ড।  লঘু মেঘ।  শূন্যময়।


নীলিমায়


মেলে দিল নীরব পাখসাট।


৫.

বিসর্জন


এতো আনন্দ। বেদনাদীর্ণ। পারাবারে।


আত্মদহনে


তোমারে প্রণমি লইবো বিদায়।


৬.

মাধবীলতা


অহংকার।  অভিমান।  জীবনমন্থন।


পুষ্পসম্ভবে  


এসো বল্লরী, জীবন  দেবতা।


৭. 

সেবা


সাহস। সর্বংসহ।  পরাৎপর। 


স্বরূপানন্দ


সকলকে ঈশ্বর রূপে আত্মদর্শন।

৪টি মন্তব্য:

  1. বাহ! যে রিদিমে পড়লাম, তাতে সেই ফ্লো এক আবেশ তৈরি করলো।
    এবং কাজটাও আনন্দ দিলো। ভালোবাসা নিও।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিয়জন আনন্দ পেলে ভালো একটু বেশিই লাগে। তোমাকেও ভালোবাসা, ভাই।

      মুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...