আটপৌরে কবিতাগুচ্ছ ~ ১৯/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 19/6 Debjani Basu
আটপৌরে ১৯/৬
১. রাগের রঙ একই রকম
তুমুল । আমূল। গুচ্ছমূল ।
ভালোবাসা
সফল সিরিজ মুক্তির অপেক্ষায়।
২. 'সারাজীবন' শব্দটা কাজে লাগাও
নিকোবর। কবুতর। মিতবর।
ব্যাঞ্জোবাদক
সবাই কাজ করে খাটে।
৩. ত্রৈমাত্রিকতার অন্দরে ভয়
হোম-ওয়ার্ক । ব্যস্তবাগীশ। কোষ্ঠকাঠিন্য।
ছিল
নিজের হাত-পা চেবানোর সময়ে।
তুমুল । আমূল। গুচ্ছমূল ।
ভালোবাসা
সফল সিরিজ মুক্তির অপেক্ষায়।
২. 'সারাজীবন' শব্দটা কাজে লাগাও
নিকোবর। কবুতর। মিতবর।
ব্যাঞ্জোবাদক
সবাই কাজ করে খাটে।
৩. ত্রৈমাত্রিকতার অন্দরে ভয়
হোম-ওয়ার্ক । ব্যস্তবাগীশ। কোষ্ঠকাঠিন্য।
ছিল
নিজের হাত-পা চেবানোর সময়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন