আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২১/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 21/4 Debjani Basu
আটপৌরে ২১/৪
১. বোতলের ভূতের সবদিকে ছিপি
ঠুলিচোখ। বেমিশাল। সাধুকাঁকড়া।
ঝকমারি
পচা পানা বুড়বুড়ি কাটে।
২. মায়াবী রাক্ষসের লেজে পা
অংবংচং। হাড়শকুন। ধান্দাপেট।
ছাই
থেকে সিগারেট উঠে দাঁড়াচ্ছে।
৩. গৈরিক পুতুলের পেটসংসার
ভিনদেশী। গেরুয়ামাটি। গেরুয়াবসন।
দরজায়
তালা পড়ার হুমকি অবিরাম।
ঠুলিচোখ। বেমিশাল। সাধুকাঁকড়া।
ঝকমারি
পচা পানা বুড়বুড়ি কাটে।
২. মায়াবী রাক্ষসের লেজে পা
অংবংচং। হাড়শকুন। ধান্দাপেট।
ছাই
থেকে সিগারেট উঠে দাঁড়াচ্ছে।
৩. গৈরিক পুতুলের পেটসংসার
ভিনদেশী। গেরুয়ামাটি। গেরুয়াবসন।
দরজায়
তালা পড়ার হুমকি অবিরাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন