আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২২/৭ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 22/7 Debjani Basu
 আটপৌরে ২২/৭
১. আমি ও গরু যমজবোন
শিংবাঁধা। ছিটেফুটকি। হাড়সার।
গরু
বিহনে বিরহ বহন যায় না।
২. লক্ষ্মীমন্ত পায়ে ডুব দাও
বাদামচুম্বক। স্পন্দনকুঁড়ি। বৃষ্টিঝাপসা।
বেভুলসময়ে
পুকুরে ঝাপাঝাপি হাঁসেরা দেখল।
৩. যে যেখানে দাঁড়িয়ে
সৈয়াবোলো। কাঁদনসাঁঝ। সাজনসাজ।
চন্দ্রিমাতে
ভার্চুয়াল খুড়োর কল নাচছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন