শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৩/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 23/4 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৩/৪ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 23/4 Debjani Basu




 আটপৌরে ২৩/৪

১. ভাপা স্টুডিওর কীর্তি

ধূমলস্তনী। ধাত্রীগৃহ। ধারণমুদ্রা ।
                মোচা
থেকে মোচড় সব ঝুলন্ত।

২. চুমন্ত রাজকুমার

অগ্নিপ্রধান। সূচালো-ঠোঁট। বোলকারী-অধর।
               পাতালপুরীতে
ব্যাপক চুম্বনপ্রসাদ খিলানের মিনারে।

৩. ব্যথায় খড়ির গন্ডি চেঁচায়

হাঁস-মন্ত্রী। ফুলমাত্রিক। শ্যামলকান্ত-প্রান্তর।
             মুকুরখেলায়
গাছ-ছাতার যাদুমানুষ দরআদর বোঝে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...