আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৪/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 24/1 Debjani Basu
আটপৌরে ২৪/১
১. মুছে ফেলা সার্কাস
দরকারি । অদরকারি । দরকারি ?
ভাবতেনাভাবতেই
উড়ে যাচ্ছে ভাঙাডানার পাখিরা ।
২. কেমন আছো ওওওওও
মদগ্লিয়ানি-নারী। গৃহবধূ। পথবাতি।
লম্বাগলায়
হাওয়ামোরগ ভোরে একপ্রস্থ ডাকবেই।
৩. শূন্যস্থান পূর্ণ করো --- বিপদ
পিগাসাস। আশ্বাস। বিশ্বাস।
নাভিশ্বাস
কাঠিবাজ বড়ভাই হলে ____।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন