মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষক দিবস উদযাপনের হীরক জয়ন্তী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান আল-মোজতবা একাডেমির । Midnapore

 শিক্ষক দিবস উদযাপনের হীরক জয়ন্তী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান আল-মোজতবা একাডেমির 





নিজস্ব প্রতিবেদন, নেড়াদেউল: পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনির শসাবনিতে আল-মোজতবা একাডেমি অ্যাণ্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে,যথোপযুক্ত মর্যাদায় জাতীয় শিক্ষক দিবসের হীরক জয়ন্তী সূচনা অনুষ্ঠান উদযাপিত হল। সংস্থার সমস্ত ছাত্রছাত্রীদের আয়োজনে একাডেমির শিক্ষক শিক্ষিকা ও গুণীজনেদের সম্মাননা প্রদান এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কেওটপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন,  সভাপতি সেখ সামসুদ্দিন,  একাডেমির প্রধান শিক্ষক সাহনাওয়াজ সিপাই, মহিষ্যাগেড়া এ এম এ হাই মাদ্রাসার  শিক্ষক শরিয়াতুল হাসান, রক্তদান আন্দোলনের সৈনিক-শিক্ষক ও সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক, ঐতিহ্য সংস্কৃতি গবেষক-শিক্ষক ও সমাজকর্মী শিবদেব মিত্র প্রমুখ। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক সেক সিরাজ হোসেনের স্মৃতিতে স্মৃতিচারণ ও নীরবতা পালন করা হয়।  সংস্থার সম্পাদক মীর মোশারফ হোসেন, প্রধান শিক্ষক সাহনাওয়াজ সিপাই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক দিবসের তাৎপর্য বক্তব্য আকারে ব্যাখ্যা করেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট তুলে ধরলেন। জাতীয় শিক্ষক দিবস উদযাপনের (১৯৬২-২০২১) হীরক জয়ন্তী এবং শিক্ষক, 

দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি 'ভারতরত্ন' ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে বক্তব্য রাখেন শিবদেব।  ছাত্র-ছাত্রীদের সচেষ্ট ও আন্তরিক অংশগ্রহণে আবৃত্তি, বক্তব্য, গজল ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষক সংবর্ধনা জ্ঞাপন ও জাতীয় শিক্ষক দিবস উদযাপনের হীরক জয়ন্তী সূচনা অনুষ্ঠান উদযাপিত হয়। সমগ্র অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের সঙ্গে মীর ইলিয়াস ইকবাল, রুহুল আমিন, সেক সাদ্দাম হোসেন, সাবেরা খাতুন, শ্রীমন্ত রায়, ইপতিসাম খাতুন, মেহেদি হাসান প্রমুখ শিক্ষক শিক্ষিকার সক্রিয় উদ্যোগে সুসম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...