নীলিমা সাহা-র আটপৌরে ২৬৮-২৭০
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 268-270,
নীলিমা সাহার আটপৌরে
২৬৮)
জানালায় ভ্রমর,কালো
ভূমিকাবিহীন
প্রবেশ, স্রোতমুখে চলমান বর্তমান
২৬৯)
পুকুরপাড়ে বসি,দেখি,
তরঙ্গখেলা
সাপ-ব্যাঙের লাফ ব্যর্থ ভ্রূণে
২৭০)
জনতা ও নির্জনতায়
নির্যাতিত
তবু বাঁচন, জাগরণে নিদ্রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন