শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

শব্দব্রাউজ ২৯৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-294, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২৯৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-294, Nilanjan Kumar



শব্দব্রাউজ ২৯৪ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড ২৯।৮। ২০২১। সকাল সাড়ে আটটা ।


শব্দসূত্র:  শুধু রং দিয়ো


শুধু স্বপ্ন নয়,  স্বপ্নের বাইরে
ঢাকা থাকে আরো কিছু স্বপ্নরেখা।
স্বপ্নের সঙ্গে পরিক্রমা করে যে
গল্পকথা তাকে পুষে রাখি নিরন্তর ।


যাবতীয় রঙ সরে গেলে
আপনা থেকে বিবর্ণতা  ,
চোখের সামনে । শত হট্টরোলে
সে বিবর্ণতা কাটে না ।

দিয়ো সান্ত্বনা । ঠিক ভাবে ।
রঙধনুর মতো  সাতরঙা দিন
ছুঁয়ে যেন থাকে । এ আকাঙ্খা
রাতদিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...