আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৬/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 26/4 Debjani Basu
আটপৌরে ২৬/৪
১. গুডমর্নিং আকাশ বাতাস ভরা
দমবন্ধ। ছটফটানি। ডানাবদ্ধ।
বাক্যবাগীশ
হওয়াটুকুই তোর রেখেছি মনে।
২. হকারবুলি নিজের বুলির প্রভেদ
হরবোলানি। ঘরভোলানি। মনভরানি।
গোল্লাছাতু
শুকনোপারা জলে ভিজিয়ে খেতিস।
৩. আমিও আছি অপেক্ষাতে
রাগারাগি। খুনসুটি। অভিমান।
জলাঞ্জলি
দিয়ে ভাসালি ডানা সত্যিকারের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন