আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৭/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 27/3 Debjani Basu
আটপৌরে ২৭/৩
১. খুলিব্যামো। ঝালমোমো। ম্যাদাচুমো।
ডালমাখানি
থেকে ছ- পেয়ে জন্তু জন্মায়।
২. বারো হাত সাপের তেরো হাত জিভ
ব্যাং- খলবলে । খলনুড়ি-বাটা। সংসারি-খল।
রীতিমত্যানুসারে
ফেভিকলে জোড়া সঠিক নিম্নাঙ্গ।
৩. শীৎকারী প্রেসারকুকার
ফলন্তকথা। জ্বলন্তমাথা। আড়নয়নাবাঁশী।
মধ্যপদলোভী
আপোষরফা গুড়গুড় করছে বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন