বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বাংলাদেশের কবির কবিতা || প্রতিবিম্বে নিজেকে দেখি শাহিন শাজনীন, Poems, Bangladesh

প্রতিবিম্বে নিজেকে দেখি

শাহিন শাজনীন 





যা হবে ভালো তা চাই দখলে

হিংসায় মরি তা অন্যের হলে। 

ভালো মন্দের যদি করি যাচাই,

মন্দকে কিছুতেই পারি না 

দিতে বিদায়।


যার আছে শক্তি, তাকে করি ভক্তি, 

শোষিত হলে,ভাবি এই তো নিয়তি।

যেমনি বোকা,তেমনি ধূর্ত আমরা 

দুর্বলের হাত ভেঙে, অত্যাচারী হাতকে

শক্ত করে তুলি।


আমি করি যা, আছে তার যুক্তি সততা,

আমার ভুল ভুলই না,অন্যে ভুলে ভরা।

নিজেকে জাহির করতে পিছু হঠি না 

যতই হই না বিমুখ, কাজে ছন্নছাড়া।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...