আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৫/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 35/2 Debjani Basu
আটপৌরে ৩৫/২
১. স্বপ্নচ্ছেদের ভয়
বন্ধ । উচ্ছেদ । ধ্বংস ।
খেলকুঁদ-বাগান
হাওয়ায় ঝুমঝুমি বাজায় ভয়।
২. কবিতার দোহাই
সাদাতুরান । শ্বেতকলস । নাগদামিনী।
দক্ষিণাবর্তে
ঘুরে ঘুরে সৌন্দর্যচাষ চলছে।
৩. রাণিমাছি শ্রমিকনাচ পারে না
ফাইভজি । পাবজি । পাওভাজি ।
আয়কর
যায়কর মানুষের গীতিকার মাঈজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন