আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৩৫/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 35/6 Debjani Basu

আটপৌরে ৩৫/৬
১. পৃথিবীর পিভোট খুঁজি
অচল । কাবু । পাথরচাপা ।
শুধু
টারবাইন মাথায় কাজ করছে।
২. সূর্যের কোনো সিঁড়ি নেই
ধরধর । মারমার । কাটকাট ।
চোখে
জমাটরক্ত সূর্য দেখছে আফগানিস্তান।
৩. নেশায় ক্ষমতা বাড়ে
অজস্র। রক্তবীজ ।মেরিগোরাউন্ড ।
মাথার
পিছনে বড় পররাষ্ট্রিক মাথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন