আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪১/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 41/7 Debjani Basu
আটপৌরে ৪১/৭
১. লালপাড় সাদাশাড়ির গোলাপ
কুমারীতুষার। একাকিতুষার। বিদেশিতুষার।
তুষারকাঁচে
ঢিল, জলের গভীরতা মাপতে।
২. লেন্স বসিয়ে দেখলে সিজোফ্রেনিয়া
তুলো ।ফুল । মেঘ ।
বিছানো
রাক্ষসপ্রেমিকের ছোঁড়া পাথর মোকাবিলায়।
৩. চামড়া খসিয়ে নুন টাকরা দিয়ে খাই
ভদ্দরনোক। কিন্নরনোক। ঈশ্বরনোক।
বর্তমানে
আলোকিত আলোদের আলোসাধনায় মত্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন