আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪২/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 42/2 Debjani Basu
আটপৌরে ৪২/২
১. ফুলতে ফুলতে ওড়না আকাশ
প্রিয়শাম্ব। আয়নাখেলা। বিম্বপ্রিয়তা।
কঠিন
অংকমানবের লেজে পিছল কাদাজল।
২. পূর্ব পুরুষের নাড়িভুড়ি বালিশে
স্বপ্নকম্পন। ধ্যানাসন। উত্তরকবিতাচরিত।
শিয়রে
শকুনের পালকে তৈরি বালিশ।
৩. কান্না জমে হিরে
আত্মেন্দ্রিয় । আত্মহত্যা। শান্তরস।
বিশুদ্ধিস্বরূপ
রিং-বক্সের সরলতা খোক্কসের জীবনভর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন