আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪২/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 42/6 Debjani Basu
আটপৌরে ৪২/৬
১. চিরকালের বলতে কি বোঝ
পরিবার। মশারি । ভাঙাকোণ ।
গচ্চা
দিতে দিতে অপরাজিতা নীলনীল।
২. বুদ্ধঘোষের তেকাটুলায়াগু পরমা
মধুবন। কাঁটাবন। সহেলিবোন।
জলপ্রপাতরা
কথা শোনে না, সাঁতারের।
৩. রূহসাধনা নিভৃতে
রঙব্যূহ। রঙরূহ। রঙজতুগৃহ।
পাল্টিখাওয়া
সংলাপের কোনো মূল্য নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন