শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/৪ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 45/4 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৫/৪ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 45/4 Debjani Basu 






১. ক্যাপ্টেনমোহ শুঁকে শুঁকে

চিরকালীন । জনমমরণে । শেষ-অক্সিজেনাবধি।
                      আমি
নোতরদাম গির্জার নায়িকা এসমারেলডা।

২. আগামীকাল বলে কিছু নেই

হলুদ-কসমস । মৌচাকযন্ত্রঘর । আগামীকাল।
                    আছি
নরক পরিস্কার করার দায়িত্বে।

৩. চলো বাঘের ডেরায়

অপরাজিত। হাসিখুশি। গর্বোল্লাস।
                  পয়সা-উসুল
ট্যুরিস্টের মুখে বাঘের কিরণ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...