বুধবার, ১৬ মার্চ, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৮/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 48/1 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৮/১ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 48/1 Debjani Basu 








আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৮/১

১. পারদের এপারের কেউ

দমক। ধমক। যমক ।
          অনুপ্রাস
প্রাস অস্ত্রে বাঁধিয়াছ মন।

২. মজদুর হুঁ

চুড়ি। শাড়ি। বাড়ি।
       রাজস্থানী
আয়নাকাঁচের আলোয় সেল্ফি তোলে।

৩. এত মিথ পেলে কেমনে

বিস্ফোরক। লালদৈত্য। রংবাজনদার।
                 সাদাবামন
দৈত্যের উৎসব পাখিরাজ্যের  আনাচেকানাচে।

* * * আটপৌরে কবিতা এই দিনটি নিয়ে ১০২০ টি প্রকাশিত হল। অর্থাৎ ১০০০ সংখ্যা পেরলাম। ভালোই লাগছে লিখতে। আর সামান্য কিছু লিখে দাঁড়ি টেনে দেব। সৌমিত্রর নানা সংকলনে অনেক বছর আগে থেকেই আটপৌরে কবিতা লিখেছি। তাৎক্ষণিক আবেদন ও আবেগের ছোট্ট টুকরোগুলো পথকে চলমান করে তুলেছে। ফেসবুক এর কবি বন্ধুরা কেউ কেউ ভালো লাগা জানিয়েছেন। তার মধ্যে সমীরণ। ঘোষ, সমীরণ কুন্ডু , তৈমুর খান, অভিজিৎ দাস কর্মকার সব্যসাচী হাজরা, সব্যসাচী মজুমদার, অমলেন্দু চক্রবর্তী, রত্নদীপা দে ঘোষ, তৈমুর খান প্রভৃতির নাম উল্লেখযোগ্য। তবে এর বাইরেও অনেকে ভালোলাগা জানিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ । সহযাত্রী অলোক বিশ্বাস নীলিমা সাহা সুদীপকে এই  আটপৌরে কবিতাশরীর অবলম্বনে কবিতা চর্চারত পেয়েছি। এটাই সৌভাগ্যের লক্ষণ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...