নীলিমা সাহা-র আটপৌরে ৯৬২-৯৬৪,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 962-964,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৬২-৯৬৪
৯৬২)
শব্দহীন বিপন্নতার ঘেরাটোপ
তবু
সমীকরণের নামে ভাসে জন্মকথা
৯৬৩)
অনুজ্জ্বলতা অ-সুখের দোসর
বাজে
মাদল,ভিজেমাটি ছোঁয় খালি-পা
৯৬৪)
সভ্যতার সংকট ,বহমান
নিরুত্তর-ভ্রমণ
তবুও মুগ্ধতা জড়িয়েছে যতদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন