নীলিমা সাহা-র আটপৌরে ৯৭৭-৯৭৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 977-979,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৭৭-৯৭৯
৯৭৭)
জানালায় ভোরের ইশারা
অতিকষ্টেরআলোয়
দেখি, দিনেরপিঠে অঙ্কের ডাঁই
৯৭৭)
ঋতুচক্র গান শোনায়
আশ্চর্যমন্ত্র
অনন্ত বিস্ময় রং-বেরং ঋতুপর্ব
৯৭৮)
ব্যস্ততা -- -যুদ্ধের মহড়া
ভয়জাগানিয়া-উল্লাস
বুটেরকোরাস...টুকরোঘুমে শকুনেরভিড়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন