শব্দব্রাউজ ৫০২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-502, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৫০২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৩। ৬। ২২। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: কফি হাউসে সৃজনের গভীরে
কফি হাউসের ভাঙা সিঁড়ি একটা করে পেরতে পেরতে পৌঁছে যাই সৃজনে যে কখন! কালো কফির সঙ্গে আড্ডার সুরে হিন্দোল বাজে। নন্দিতাকমলঅরূপমৃণাল আমিসুভাষ মিলেমিশে সেই সুরে গান গাই নিজস্ব ভাষায় ।
কবিতার সৃজন আমায় ভালোবাসে । প্রতিদিন তাকে নিয়ে খেলাধূলা । নিঃশ্বাস প্রশ্বাস তখন তীব্র । ফুসফুসে বাড়তি অক্সিজেন । আমি বুঝি আমার আয়ু বাড়ছে । বাড়ছে বাড়ছে বাড়ছেই ।
গভীরে আছি । তবু অতৃপ্ত । আরো গভীর । আরো গভীর । আরো গভীরের আকাঙ্ক্ষা আমায় বাঁচিয়ে রাখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন