শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

শিল্প-সাহিত্যের খবরাখবর । বাংলা ।। নবপর্যায়-৫৯৮ । অষ্টম বর্ষ । ২৫-০৮-২০১৮

সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টের পাশে পি সি চন্দ্র গ্রুপ 
আল্পনা বন্দোপাধ্যায় ; ২৫-০৮-২০১৮ আই-সোসাইটি ।।  ১২ আগস্ট সিনেটেল ও পি সি চন্দ্র গ্রুপের উদ্যোগে পি সি চন্দ্র গার্ডেনের অডিটোরিয়ামে পি সি চন্দ্র অ্যাওয়ার্ড পেলেন বেশ কিছু শিল্পী কলা কুশলী। তাদের ভেতর ছিলেন শিল্পী গীতা নাগ, সহ-পরিচালক শ্রী সমীর চক্রবর্ওী, ক্যামেরা ম্যান গৌর কর্মকার, স্বপন নন্দী।পি সি চন্দ্র অ্যাওয়ার্ড পেলেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট শ্রী দুলাল সাহা, শিল্পী পুতুল চক্রবর্ওী, মিস শেফালী, শিবানী ভট্টাচার্য্য, শিল্পী নিমাই লাহিড়ী, ক্যামেরা ম্যান বাপী শেঠ প্রভৃতি। সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টে ১ লাখ টাকা অনুদান দিলেন শিল্পী চিরন্জিত চক্রবর্ওী। সেই চেক গ্রহন করলেন সম্পাদক শ্রী প্রনব চৌধুরী । ধন্যবাদ পি সি চন্দ্র গ্রুপ এই গুনীদের অসময়ে পাশে দাড়ানোর জন্য। সন্চালনায় ছিলেন রিমি সেন।







আজ  বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের অনুষ্ঠান সন্ধ্যা ৬ টায় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...